Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

Tech News

অনলাইনে ইনকাম করার দশ পদ্ধতি, অনলাইনে আয়। 

আজকের টপিকসটা একটু ভিন্ন। আমরা যারা অনলাইনে দিনের পর দিন সময় কাটায় তারা একটু চিন্তা ভাবনা করে আগালে বেশ ভালো একটা এমাউন্ট আপনি এখান থেকে উপার্জন করতে পারেন। অনলাইন পেশাজীবীরা যে ভিন্ন কিছু করেন এমন না। তবে যে জিনিসটা শিখে নিছেন তা অনেক ভালো করে। ফলে দিনের পর দিন কিছুটা প্রোডাক্টিভ সময় দিয়ে তারা অনলাইন থেকে কিছু টাকা কামাচ্ছেন।তাই ক্রিয়েটিভ চিন্তা আপনাকে নতুন যুগ দিবে। আর আজকের টিউন এই অনলাইন আর্নিং নিয়ে, তবে এটা একটু ভিন্ন এবং আপনি কোয়ালিটিফুল হলে সেটা আপনি নিজেও খুব সহজে করতে পারবেন। তার মধ্যে কিছু কিছু একটু কস্ট নিয়ে করে রাখলে ভবিষ্যতে শুধু টাকা আসতে থাকবে।


আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা। আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে একটি নতুন উপায় শেয়ার করব। আমরা তো দিনের অনেকটা সময় ফেসবুকে কাটাই। এখানে অনেক সময় ব্যয় হয়। আচ্ছা মনে করুন সময় কাটানোর পাশাপাশি ৫/১০ ডলার আয় করা যায়, তাহলে কেমন হয়? নিশ্চয় মন্দ না। আর যদি ২ ডলার হলেই তা উইথড্র করা যায় তাহলে
নিশ্চয় আরও ভাল হয়। হ্যা এমনি একটি সাইট আর্টিকেল শেয়ার। একাউন্ট করাও একদম সহজ। শুধু
ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা পূরণ করলেই হয়ে যাবে। এর পর শুরু করতে পারেন আয় করা। আয় করতে হলে তাদের বিভিন্ন আর্টিকেল শেয়ার করতে হবে। আর যতজন সেটা পড়বে ততজনের বিপরীতে .০৬ ডলার করে পাবেন। মনে করুন আপনি যদি দিনে ৩০০-৫০০ ভিজিটর সেন্ড করতে পারেন তাহলে আপনার ১৮-৩০ ডলার আয় হবে। আর মাসে কত আসে সেটা একটু হিসেব করতে পারেন। কি বেশ সহজ কাজ তাই না? তবে আবার বেশি সহজ মনে করবেন না। এই আর্টিকেল গুলো বাংলাদেশ থেকে পড়লে ডলার নাও পেতে পারেন। এজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা হল আর্টিকেলের বিষয় অনুযায়ী বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। যেমন হেলথ রিলেটেড গ্রুপে হেলথ বিষয়ক আর্টিকেল শেয়ার করবেন। এখন নিশ্চই বিষয়টি পরিষ্কার। তো একাউন্ট করার পর লগইন অবস্থায় একটু নিচে শেয়ার আরটিকেলে ক্লীক করে ক্যাটাগরি অনুযায়ী সেখান থেকে বা লিংক কপি করে ফেসবুকে শেয়ার করতে পারবেন। একই ভাবে গুগল প্লাস ও টুইটারেও শেয়ার করতে পারবেন। মনে রাখবেন শুধুমাত্র ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস থেকেই আগত ভিজিটরের বিপরীতে আপনার আয় হবে। আবার রেফারেল থেকেও আয় করতে পারবেন। নিচে আমি আমার রেফারেল লিংক দিলাম। এখান থেক জয়েন করতে পারবেন। তবে আর দেরী কেন শুরু করুন।
bit.ly/1jtAq4V

http://goo.gl/TbP8PB

হাবপেজে আর্টিকেল লিখে অনলাইনে আয় করুন 

কিভাবে হাবপেজ অ্যাড প্রোগ্রাম কাজ করে অনলাইনে আয় করবেন? 

হাবপেজের অ্যাড প্রোগ্রাম লেখকের আর্টিকেলের ভিউ বা ভিজিটরের উপর নির্ভর করে। 
হাবপেজ প্রতি ১০০০ ইম্প্রেশন বা CPM (Cost per mile ) এর উপর ভিত্তি করে পেমেন্ট দেয়। 
এখান থেকে ইনকামের জন্য আপনার আর্টিকেলের ভিজিটরকে কোন অ্যাড বা অন্য কিছুতে ক্লিক করতে হবে না।

Amazon অ্যাফলিয়েশনটি প্রোডাক্ট সেল হলে তার থেকে কমিশন পাবেন। 
আর eBay প্রোগ্রামটি CPC (Cost Per Click) এবং কমিশন বা প্রোডাক্ট সেল উভয়ই কাজ করে। 
তাহলে eBay প্রোগ্রামটিতে যদি আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে তাহলে আয় হবে। 
কি বিষয়টা বেশ মজার তাই না? eBay এবং  Amazon অ্যাফলিয়েশন প্রোগ্রাম থেকে যা আয় হবে তার সবই হাবপেজ অ্যাকাউন্টে জমা হবে।

;;
Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver