Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

Tech News


কি ভাবে আয় করবেন ফ্রি ওয়েব সাইট দিয়ে
এতোক্ষন জানলেন কেমনে আয় করে।এবার আপনিও শুরু করুন। আপনার একটা ওয়েব সাইট দরকার।ডোমেইন কিনতে টাকা লাগবে।তাই ফ্রি ওয়েব সাইট দিয়ে শুরু করলে ভালো হয়।ওয়েব সাইট করতে যা দরকার হবে।একটা gmail idআপনার যদি gmail id থাকে তারপরও আরএকটা gmail id বানান।www.gmail.com প্রবেশ করেন।create an account ক্লিক করুন।নতুন ওপেন হওয়া পেইজটিতে আপনার নাম,পছন্দমতো ইমেইল অ্যাডেস,ঠিকান,জাতীয়তা ইত্যাদি চাইবে সেগুলো সঠিকভাবে পূরণ করুন।ওয়াড ইমেজ ভ্যারিফিকেশন সাবধানে মিলিয়ে নেন।ক্রিয়েট মাই একাউন্ট ক্লিক করুন।এখন আপনি একটা জিমেইল এর মালিক হলেন
এবার আপনি যে ওয়েবসাইট করবেন তার পালা।না আপনার প্রায় কিছুই করতে হবে না।ইন্টারনেট এমন অনেক ওয়েবসাইট আছে যা কিছু ওয়েবপেইজ টেমপ্লেট ডাউনলোড করতে দেয়।এই টেমপ্লেট ব্যাবহার করে কয়েক মিনিট আপনি নিজের একটাওয়েবপেইজ বানাতে পারবেন।এমন একটি সাইট এর ঠিকানা হলো www.metamorphozis.com
এছাড়া এদের খুব সুন্দর। ঠিকানায় গিয়ে দেখবেন বেশ কিছু টেমপ্লেট ডাউনলোড করার জন্য দেওয়া আছে।যে কোন একটি পছন্দ করে ওই ছবির উপর ক্লিক করুন। নতুন ওপেন হওয়া পেইজটির ডাউনলোড বাটনে ক্লিক করলে ziped আকারে একটা ওয়েবপেইজ ডাউনলোড করতে পারবেন
যে ওয়েবপেইজ ডাউনলোড  করেছেন ওটাতে metamorphozis এর কোম্পানির নাম লেখা থাকবে। আর আপনি চাইলে সেটিতে এডিট করে আপনার নাম,ছবি ,পরিচয় ইত্যাদি  যোগ করতে পারেন।এজন্য একটি সফটওয়্যার দরকার। এটি হলোNVU www.nvu.com থেকে ডাউনলোড করতে পারেন।সেটআপ করার পর সেটির দারা ডাউনলোড ওয়েবপেজটি ওপেন করুন। এবার যেখানে যেখানে metamorphozis আছে বদলে আপনার পছন্দ মত নাম দিন
নতুন
একটি পেইজ ওপেন হবে সেখানে প্রথমে অপশন অর্থাৎ রেডিও বাটন টি সিলেক্ট করেnext বাটনে ক্লিক করুন।পরের ওপেন হওয়া পেইজটিতে আপনাকে বলা হবে যাতে এর বিনিময়ে আপনি ওয়েবসাইটটি অ্যাড বা ব্যানার ফ্রি করতে পারবেন। no thanks বলে দিন। নতুন ওপেন হওয়া পেইজটিতে লক্ষ্য করুন অনেকগুলো অপশন দেওয়া আছে। এগুলোর মধ্যে ফাইলম্যানেজার সিলেক্ট করুন এর মধ্যে সাইট ম্যানেজার ওপেন হবে। আপলোড বাটন ক্লিককরুন। আপনি কয়টি ফাইল আপলোড করবেন তা জানতে চাইবে। ৪০বলে দিন। এরপরআপনার এডিট করা ওয়েব পেইজটি হুবহু যে রকম ভাবে কম্পিউটারে আছে সেভাবেইআপলোড করুন। কোন ফোল্ডারগুলোর ভেতরের ফাইলগুলোও নিউ ফোল্ডার বাটনে ক্লিক কবে সেই নামের রিনেইম করে অতঃপর সেই ফোল্ডারের ভিতরেই রাখবেন সবগুলোতোলা হয়ে গেলে লক্ষ্য করবেন css এবং images ফোল্ডার দুটি  নিউ ফোল্ডারে ক্লিক করে বানাতে হয়েছে। এরপর সেগুলোতে ক্লিক করলেই ফোল্ডারটি ফাইল ম্যানেজারে ওপেন হবে এবং সংশ্লিষ্ট ফোল্ডারের ফাইলগুলো একইভাবে আপলোড করতে হবে। এখন ভিউ সাইট ক্লিক করলেই  তবেই আপনি আপনার ওয়েব সাইটটি দেখতে পাবেন। সাইট এর অ্যাড্রেস আপনি যা দিয়েছেন তাই। অর্থাৎ  এখন আপনার একটা ওয়েব সাইট আছে
এতোক্ষণ আপনি শুধু google কে দেখানোর জন্য একটা ওয়েবসাইট বানিয়েছেন। এবার adsense একাউন্ট করার জন্য google কে আবেদন করার পালা। এজন্য www•adsense•com প্রবেশ করুন। এরপর সাইন আপ নাউ বাটনে ক্লিক করুন।এবার আপনাকে gmail এর মতো  আরেকটা  ফরম পূরণ করতে হবে। তবে যেটা  পার্থক্যহলো এখানে আপনাকে ওয়েব অ্যাড্রেস এবং একটি মেইলিং অ্যাড্রেস দিতে হবে। (চিঠিলেখার ঠিকানা) সবগুলো ঠিক মতো প্রবেশ করান। এখানে প্রায় সবাই যে ভূলটা করে তা হলো মেইলিং অ্যাড্রেস ঠিক ভাবে লিখে না। চিঠির মধ্যে যেভাবে ঠিকানা লেখা হয় ঠিক সেভাবে লিখতে হবে।যদি আপনার ফরম পূরনে কোন ভূল না থাকে, তবে আপনার আবেদন গ্রহন করা হয়েছে বলা হবে এবং দিন থেকে দিনের মধ্যে আপনার ওয়েবসাইটটি adsense এর জন্য মনোনীত হয়েছে কিনা জানানো হবে। যদি ফরম পূরনে কোন ভূল হয় তবে / দিন এরমধ্যে mail  করে জানানো হবে। তারপর যদি আপনি আবার ফরম ঠিক করে পূরণ করে দিবেন। তখন আবার mail করে আপনাকে জানানো হবে। যে আপনার আবেদন গ্রহন করা হয়েছে এবং একটা mail আসবে আপনার জিমেইলে। এই মেইল আসার পর আসল কাজ শুরু হবে। মেইলে আপনি google adsense সেটআপ করে একটি কোড পাবেন। এই কোডই আপনার ওয়েবসাইটে google ads দেখাবে। জন্যআপনাকেwww.adsense.com   প্রবেশ করে। আপনার gmail id  পাসওর্য়াড দিয়ে সাইন ইন করতে হবে। এবার adsense সেট আপ ক্লিক করুন। নতুন ওপেন হওয়া পেইজটিতে adsense for content ক্লিক করুন। নতুন যে পেইজটি ওপেন হবে। তাতে দুইটি অপশন আছে। এর মধ্যে ad mail (ডিফল্ট) ক্লিক করুন এবং next পেইজ যান। নতুন একটি পেইজ একি ধরনের ads বা বিজ্ঞাপন আপনার সাইট দিবেন তা সিলেক্ট করতে বলা হবে। সেখানে all channel  ডিফল্ট ভাবে দেওয়া আছে। তাই শুধু কন্টিনিউ বাটনে ক্লিক করুন। পরের পেইজটিতে আপনার adsense ইউনিট নেইম জানতে চাইবে। এখানে আপনি পছন্দ মতো নাম দিতে পারেন। কিন্তু সাইট এর নাম দিলে মনে রাখতে সুবিধা হবে। সব শেষে সাবমিট and get code লেখা বাটনে ক্লিক করুন এবং পরের পেইজ আপনার কাঙ্খিত কোডটি পেয়ে যাবেন। অবশ্যই এই পেইজটি আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। কারণ এই কোডই আপনাকে পরবর্তী ওয়েব সাইট এইমপ্লিমেন্ট করতে হবে। সবচেয়ে কঠিন পর্যায়টি আপনি পার করে এসেছেন। এখন বাকি কাজ হচ্ছে আপনার পাওয়া কোডটি কপি করে আপনার ওয়েব সাইট পেস্ট করা।ইতিপূর্বে যে ওয়েবপেইজ এডিট করেছিলেন সেটি আবার nvu দিয়ে ওপেন করুন। সবার নিচের দিকে দেখবেন সোর্স নামে একটি ট্যাব আছে। সেটিতে ক্লিক করুন, তারপর ওয়েবপেইজটা html কোড হিসেবে আপনার সামনে আসবে। এখন যে পেইজটিতে আপনার google adsense code আছে সেখান থেকে তা ক্লিক করে কপি করুন। এবার html কোড (সোর্স nvu তে) আপনার কোডটি পেস্ট করুন। এরপর আপনার সাইটটির নাম লিখে লগ ইন করুন। এবার আগের মতো সাইট ম্যানেজার / ফাইল ম্যানেজারে গিয়ে যে পেইজটিতে google adsense code পেস্ট করেছেন তা আপলোড করুন। এরপর ১০ মিনিটের মধ্যে আপনার সাইটে google ads দেখতে পাবেন
এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করছি, সেটা হলো নিজের একাউন্ট ব্লকহওয়া থেকে রক্ষা করা। আপনি এতক্ষন যে কাজগুলো করেছেন যে কম্পিউটার দিয়ে সেটার আইপি অ্যাড্রেস কিন্তু google  চিহ্নিত করে রেখেছে। তাই খুব সতর্ক থাকতে হবে যে নিজের ওয়েব সাইট এর ads যদি নিজে ক্লিক করে তাহলে google  বুঝতে পারবে এবংআপনার একাউন্ট ব্লক করে দিবে। যদি একাউন্ট ব্লক হয় তাহলে এতক্ষণ যা পরিশ্রম করলেন তা সব বেকার হবে। তাহলে উপায় কি? হা উপায় একটা আছে। আপনি যদি বাসার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন। তাহলে সব কাজ এই কম্পিউটার দিয়ে করেন এবং আপনার আইপি নাম্বার আপনি দেখে নোট করে রাখবেন। আইপি দেখার জন্য এই সাইটে একটা লিংক আছে। ওটা ক্লিক করলেই আপনার আইপি চলে আসবে। যখনি আপনার আইপি দেখার দরকার তখন এই লিংক ক্লিক করলেই দেখবন আইপি চলে আসতেছে। আর খুব সতর্ক থাকবেন যে যতোক্ষণ আপনি যে  আইপি দিয়ে adsense apply  করেছেন সেই আইপি যতোক্ষণ মিলে নাই ততক্ষণ আপনি আপনার ব্যালেন্স দেখবেন না। এটা খুব ভালো ভাবে মনে রাখতে হবে। আপনি যে কোন কম্পিউটার থেকে আপনার সাইট কাজ করতে পারবেন। কিন্তু ভূলেও অন্য কম্পিউটার দিয়ে আপনার adsense প্রবেশ করতে পারবেন না। এবং adsense আপনি যে জিমেইল আইডি ব্যবহার করেছেন ঐই জিমেইল প্রবেশ করবেন না তাই ভালো হয় adsense এর জন্য একটা জিমেইল আইডি এবং ওয়েবসাইট এর জন্য আলাদা জিমেইল আইডি হলে ভালো হয়। আর ওয়েবসাইট এর জন্য যে জিমেইল করেছেন ওটা দিয়ে  আরো / টা ওয়েবসাইট বানাতে পারবেন। কোন সমস্যা হবে না। আর adsense এর জিমেইল শুধু ব্যালেন্স দেখার জন্য। আপনার যতোক্ষণ adsense id আছে। ততোক্ষণ আর adsense একাউন্ট করার দরকার নাই। আপনি যতোই ওয়েব সাইটই তৈরি করুন না কেন ঠিক আগের নিয়মে adsense থেকে code নিয়ে আপনার নতুন ওয়েবসাইটে পেস্ট করবেন। তাহলে ওটাতেও ads দেখাবে। এভাবে আপনি যতো ওয়েব সাইট করবেন, সবগুলোর টাকা একই একাউন্টে জমা হবে। এখন আপনি আপনার ব্যালেন্স কেমনে দেখবেন ? www.adsense.com  প্রবেশ করুন, এবং আপনার জিমেইল দিয়ে লগ ইন করুন। প্রবেশ করলেই আপনি আপনার আয় দেখতে পাবেন। রিপোর্ট ক্লিক করুন। তাহলে আপনার সারাদিনের আয় সামনে আসবে। today earnings৳০০০
আপনি চাইলেই কিন্তু গুগল আপনাকে টাকা দিবে না। যখন আপনার ১০ ডলার হবে তখন গুগল আপনার কাছে একটা চিঠি পাঠাবে আপনার দেওয়া (চিঠির ঠিকানা) ঠিকানা মতো পোষ্ট অফিসে। এই চিঠি হাতে পাওয়ার পর দেখবেন, এই চিঠিতে একটা পিন নাম্বার আছে। এই পিন নাম্বার আপনি তাদের দেয়া নিয়ম অনুযায়ী তাদেরকে পৌছাবেন। অর্থাৎ জমা করবেন। তখন তারা বুঝবে যে আপনি চিঠি পেয়েছেন এবং আপনার ঠিকানা সঠিক। আর যখনই আপনার ১০০ ডলার জমা হবে কেবল তখনই আপনি টাকার জন্য আবেদন করতে পারবেন, তার আগে না। এখন সব হলো, ওয়েব সাইট হলো,adsense হলো টাকা জমা হলো। এখন টাকা কেমনে পাব ? তার জন্য পেমেন্ট ডিটেইম গিয়ে সব ঠিক করে দিতে হবে। / উপায়ে টাকা গ্রহন করা যায়। কিন্তু আমাদের দেশে সেগুলো সাপোর্ট  করেনা। বা করলেও খুব ঝামেলা হয়। তাই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে টাকা গ্রহন করা আমি ভালো মনে  করি। ড্রাফট আকারে চেক আসবে। এই চেক আপনি আপনার ব্যাংক একাউন্ট জমা দিবেন এবং কিছুদিন পর এই চেক আপনার একাউন্ট জমা হয়ে যাবে। কিন্তু কুরিয়ারের খরচ আপনার টাকা থেকে কেটে নেওয়া হবে। যেমনঃ আপনি ১০০ ডলার সেন্ড করেছেন কুরিয়ারেরমাধ্যমে তাহলে আপনি পাবেন ৭৭ ডলার বাকী টাকা কুরিয়ারের খরচ

0 Comments:

Post a Comment



Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver