Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

Tech News

ফ্রিল্যাসং ডাটা এন্টি করে টাকা আয় করুন

O-desk এর মত ফ্রিল্যান্স ডাটা এন্টি করা যায় এমন কয়েকটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটের বিভিন্ন বৈশিষ্ট তাদের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করা হল :

গেট-এ-ফ্রিল্যান্সার
http://www.GetAFreelancer.com



বৈশিষ্ট্য :
· এই সাইটে রেজিষ্ট্রেশনকৃত মোট প্রোভাইডার বা ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে সাড়ে আট লক্ষের উপর ।
· প্রতিদিন দুইশর উপর নতুন প্রজেক্ট আসে এবং সবমিলিয়ে প্রতিদিন গড়ে নয় হাজার প্রজেক্ট বিড করার জন্য উন্মুক্ত থাকে ।
· সাইটির সার্ভিস চার্জ হচ্ছে প্রতিটি কাজের মোট অর্থের ১০% ।

অসুবিধাসমূহ :
· এখানে এক্রোতে টাকা জমা রাখা বাধ্যতামূলক নয়, যা সম্পূন্নভাবে বায়ারের ইচ্ছার উপর নির্ভর করে । এই সাইটে ইচ্ছেমত বিড করা যায় বা । একজন সাধারন মেম্বার প্রতি মাসে ১৫টি প্রজেক্টে বিড করলে পরে আর গোল্ড মেম্বারদের জন্য এই সংখ্যা হচ্ছে ১৬০টি ।

স্ক্রিপ্টল্যান্স
http://www.ScripLance.com


সুবিধাসমুহ :
· এই সাইটে মাত্র তিন হাজার সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে যারা অন্তত একটি কাজ সম্পন্ন করছে ।
· প্রতিদিন গড়ে ১৫০টি নতুন প্রজেক্ট আসে এবং এই মুহুর্তে মোট উন্মুক্ত প্রজেক্ট পাওয়া যাচ্ছে ১৮০০টি ।
· সার্ভিস চার্জ অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে কম, মোট অর্থের ৫% ।পরিশোধ করে সার্টিফায়েড প্রোগ্রামার হওয়া যায় ।
· এই সাইটে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি ফোরাম রয়েছে ।

অসুবিধাসমুহ :
· গেট এ ফ্রিল্যান্সার সাইতের মত এখানেও এস্ক্রোতে টাকা জমা রাখা বাধ্যতামূলক নয়, যা ব্যায়ারেরর ইচ্ছার উপর নির্ভর করে ।

রেন্ট এ-কোডার
http://www.RentACoder.com


বৈশিষ্ট :
· এই সাইটের ফিচার গেট এ-ফ্রিল্যান্সার এবং স্ক্রিপ্টল্যান্স থেকে অনেকটা ভিন্ন । যদিও এই সাইটিতে নতুনদের প্রথম কাজ পাওয়া কিছুটা কষ্টসাধ্য কিন্তু এর কিছু স্বতন্ত্র বৈশিষ্টের জন্য অভিজ্ঞ ফিল্যান্সারদের কাছে খুব জনপ্রিয় ।
· রেন্ট এ-কোডার এ প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোডার রেজিষ্ট্রেশন করেছে ।
· এই সাইটে প্রতিদিনই প্রায় ২৫০০এর উপর কাজ পাওয়া যায় ।
· সাধারনত কাজের ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে মোট টাকার ১৫% এবং বোনাস প্রজেক্টের ক্ষেত্রে এই চার্জ হচ্ছে ১০% । উল্লেখ্য, বোনাম প্রজেক্টে বায়ার এস্ক্রোতে কোন অর্থ জমা রাখে না এবং কাজ শেষে কোডারকে সরাসরি মূল্য পরিশোধ করে ।

সুবিধাসমূহ :
· এস্কোতে অর্থ জমা রাখা এই সাইতে বাধ্যতামূলক । কাজ শুরুর পূর্বে বায়ার প্রজেক্টের সম্পূর্ন অর্থ এস্কোতে জসা রাখে, যা কাজ শেষে কোডারের অর্খ প্রাপ্তি শতভাগ নিশ্চত করে ।
· এই সাইটে একজন ফ্রিল্যান্সার ইচ্ছেমত যে কোন প্রজেক্ট বিড করতে পারে ।
· এই সাইটের নিয়মকানুন অন্য সাইটগুলো থেকে কিছুটা কঠিন । যা পরিশেষে বায়ার এবং কোডারের জন্য একটি সুশৃঙ্থল পরিবেশ প্রদান করে ।

অসুবিধা সমূহ :
· সাইটটির সার্ভিস চার্জ অন্যান্য সাইট থেকে তুলনামূলক ভাবে বেশি ।
· অন্য সাইটের গোল্ড মেম্বার ফিচারের মত কোন সুবিধা নেই ।
· নতুনদের জন্য এই সাইটে আলাদা কোন সুবিধা নেই, ফলে প্রথম কাজ পাওয়াটা এই সাইটে তুলনামূলকভাবে সময়সাটেক্ষ ।

 

0 Comments:

Post a Comment



Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver