Tech News
অনলাইনে আয় এর সেরা ১০ টি এডসিন্স রেভিনিউ সাইট
অনেকের ওয়েব সাইট আছে আবার অনেকের কোন সাইট নাই ।তাই তারাও যাহাতে এডসিন্স থেকে আয়করতে পারে তাই আমার এই টিউন ।ওয়েব ছাড়াও যেমন আয় করা যায় বিভিন্ন সাডোমেইন দিয়ে আবার এমন কিছু সাইট আছে যেখানে শুধু পাবলিকেশন আইডিদিয়ে কোন আর্টিকেল সাবমিট বা ভিডিও পিকচার আপলোড করেই আয় করতে পারেন ।নিচে বিস্তারিত আলোচনা করা হল ।· Knol :এই সাইট থেকে আপনি ১০০% রেভিনিউ শেয়ারিং পাবেন কারন এই সাইটের মালিক হল গুগল ।এই সাইটের কাজ Squidoo or Hubpages এর মত ।এই সাইটে কোন রেফারাল প্রোগ্রাম নেই ।
· Hubpages :হাবপেজ হল জটিল একটা সাইট ।আপনি এই সাইট থেকে যেমন আয় করতে পারবেন তেমনি এই সাইট থেকে আপনি অনেক আকর্ষনীয় টিউন পড়তে পারবেন কারন এইসাইটে প্রতিদিন হাজার হাজার ট্যালেন্ট টিউনার টিউন করে ।এই সাইট থেকে আপনি ৬০ % এডসিন্স রেভিনিউ পাবেন ।এই সাইটে আপনি আমাজন ইবে এবং কোনেটরা থেকেও আর্ন করতে পারবেন ।
· SQuidoo :এই সাইটটি ও হাবপেইজ এর মতই ।আপনি এই সাইট থেকে ৫০ % এডসিন্স রেভিনিউ শেয়ার পাবেন ।এই সাইটে রেফাল সিস্টেম ও আছে ।আপনি যদি কাউকে রেফারাল করেন তাহলে সে যদি ১৫ ডলার আর্ন করে আপনি পাবেনে ৫ ডলার ।তাহলে সে যদি ১০০ ডলার আর্ন করে আপনি পাবেন প্রায় ৩০ ডলারের মত।
· Trendhunter:এটাও একটা জটিল সাইট এই সাইটে প্রতিমাসে ৯ কোটির বেশি ভিজিটর আসে এবং টিউন করে ।এই সাইট থেকে আপনি কম সময়ে আর্ন করতে পারবেন ।এই সাইট থেকে ৫০ % রেভিনিউ শেয়ার দেওয়া হয় ।
· Xomba :আপনি এই সাইটেও যে কোন কন্টেন্ট নিয়ে টিউন করতে পারবেন ।এই সাইট থেকে ৫০ % রেভিনিউ শেয়ার দেওয়া হয় ।এই সাইটে রেফারাল প্রোগ্রাম ও আছে ।প্রতিটি রেফারাল থেকে আপনি পাবেন ১০ % করে ।
· She Told Me :এটাও আমার কাছে একটা জনপ্রিয় সাইট ।এই সাইট থেকে আপনি ১০০% এডসিন্স রেভিনিউ পাবেন ।এই সাইটে রেফারাল প্রোগ্রাম ও আছে ।
· Flixya :এইসাইটেরকাজ হল ভিডিও ও পিকচার আপলোড করা আপনি এই সাইট থেকে ১০০ % এডসিন্স রেভিনিউ পাবেন ।
· Triond :এই সাইটটিও হাবপেজের মত।আপনি এই সাইট থেকে ৫০ % শেয়ার পাবেন তবে তারা আপনি পে করবে পেপালের মাধ্যমে ।প্রতি মাসের ১৫ তারিখে আপনি পেমেন্ট পাবেন ।
· Info Barrel :এই সাইটের কাজ খুবই সহজ ।এই সাইট থেকে আপনি ৭৫ % এডসিন্স শেয়ার এবং পেজ ইমপ্রেশান এর জন্য ২ % করে পেমেন্ট পাবেন ।
· Zoomley :জুমলি একটি স্নিপলি সাইট ।এই সাইট থেকে আপনি ৯০ % এডসিন্স থেকে আর্ন করতে পারবেন ।তবে এই সাইটে কোন রেফারাল প্রোগ্রাম নেই ।
Labels: অনলাইনে আয়, গুগোল এ্যাডসেন্স
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)