Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

Tech News

অনলাইনে আয়!!!!
আমি মাত্র কয়েকদিন আগে অনলাইনে আয় নিয়ে কাজ শুরু করি। আর তার পর থেকেই ঘুরে বেড়াতে থাকি অনেক গুলো ওয়েব সাইটে, কিন্তু নিশ্চত হতে পারিনা। দেখা গেল যে টাকাই পেলাম না। এই ভয়তে যখন কাজ বন্ধ করে দেব ভাবছি, তখনই আমার এক বড়ভাই যে অনেকদিন থেকেই অনলাইনে আয় করে আসছেন আমাকে কয়েকটি ওয়েব সাইটের তথ্য দিলেন। তার মধ্যে মিনিট ওয়ারর্কার অন্যতম। সহজ এবং ছোট আকারের কাজ করে পেমেন্ট পাওয়া যায়।
শুরু করে দিলাম কাজ। মাত্র ১০ দিনের মাথা জমা হল ২ ডলার এবং তার পরপরই টাকা চলে গেল অল্টারপে তে। সুতরাং এখন আমি এই ওয়েব সাইটের সম্পর্কে নিশ্চিত, কারণ সবারই জানা যে অল্টারপে থেকে টাকা তোলা যায়। আমি এখনও তুলিনাই করাণ এত কম টাকা তুলতে যে খরচ হবে তা মূল টাকার থেকে অনেক বেশি পড়বে। তাই এখনও কাজ করে যাচ্ছি, অল্প কিছু পেমেন্ট পেলেই তা অল্টারপে তে ট্রান্সফার করে নেই।

আমি জানি এই ব্লগের অনেকেই অনলাইনে আয় করতে চান। তাদের জন্য এই পোষ্ট। আমি এখানে দুই রেজিষ্ট্রেশনের লিংক দিব, এই দুইটিতে রেজিষ্টার করেই আপনি শুরু করে দিতে পারেন কাজ। সব মিলিয়ে ১০ মিনিটের বেশি লাগবার কথা না। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।

১. প্রথমেই রেজিষ্ট্রেশন করুনঃ http://goo.gl/

২. এবার আপনার মেইল চেক করুন (ইন বক্স এ না পেলে স্পাম/জাঙ্ক এ চেক করুন)।

৩. একটিভেশন লিংক থেকে একটিভ করুন।

৪. এবার এখানে রেজিষ্ট্রেশন করুনঃ http://goo.gl/lLmd6

৫. আবার আপনার মেইল চেক করুন (ইন বক্স এ না পেলে স্পাম/জাঙ্ক এ চেক করুন)।

৬. একটিভেশন লিংক থেকে একটিভ করুন।

৭. ওয়েব সাইটে লগইন করুন এবং Login to Facebook & click Vote button লেখা কাজটি খুজে বের করুন।

৮. এখানে http://bit.ly/hjhmec লিংকটি কপি করে ব্রাউজারে নতুন ট্যাব নিয়ে বা নতুন ব্রাউজার ওপেন করে এড্রেসবার এ http://bit.ly/hjhmec লিংকটি পেষ্ট করুন এবং ফেসবুক এ লগিন করি ভোট বাটনটিতে ক্লিক করুন। ভোট বাটন ক্লিক করার আগে এবং পরে কতটি ভোট ছিল এবং কতটি ভোট হল তা মনে রাখুন।

৯. এবার আগের সেই পোষ্ট থেকে, যেখান থেকে http://bit.ly/hjhmec লিংকটি কপি করেছিলেন, সেখানে নিচের দিকে I accept this job লিংক এ ক্লিক করলে একটি বক্স ওপেন হবে, সেখানে ঠিক এই ভাবে লিখুনঃ
Before Voting
after voting

এখানে এর পরিবর্তে ভোট দেবার আগের নম্বরটা, এবং এর পরিবর্তে ভোট দেবার পরের নম্বারটা লিখুন এবং Submit Proof বাটনে ক্লিক করুন।

ব্যাস, এবার অপেক্ষার পালা, দেখবেন যে আপনার কাজটি এপ্রুভ হলেই আপনার একাউন্টে টাকা জমা শুরু হয়ে যাবে।

এখানে আপনি এই ধরণের সহজ অনেক কাজ পাবেন। হয়ত শুধুমাত্র কমেন্ট করার জন্যই টাকা পাবেন। কখনও ডাউলোড, এড এর উপর ক্লিক ইত্যাদির জন্যও কাজ পাবেন। সব সময় প্রায় ৫০-১০০ টি কাজ থাকে, এর মধ্যথেকে খুজে নিতে পারেন আপনার মনের মত কাজটি।

যাদের অল্টারপে তে একাউন্ট নাই তারা এই লিংক থেকে http://goo.gl/SErec একটি একাউন্ট খুলে নিতে পারেন।

0 Comments:

Post a Comment



Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver