Tech News
এডসেন্সের অনুরূপ এডব্রাইট দিয়েও আয় করতে পারেন
আমরা সবাই গুগল এডসেন্স প্রোগ্রামের কথা জানি। বাংলাদেশের অনেকে এডসেন্স থেকে ভাল আয়ও করছেন। কিন্তু অনেকে করতে পারছেন না। তাছাড়া গুগল কিছুদিন আগে তাদের পেমেন্ট এমাউন্ট ও পলিসি চেঞ্জ করেছে। ফলে অনেকের আয় তাংপর্যপূর্ন কমে গেছে। তাদের জন্য এলো এডব্রাইট। “এডব্রাইট” গুগলের নতুন শক্তিশালী প্রতিদ্বন্দী। এডব্রাইটের বৈশিষ্ট্য হল এটার ইন্টারফেজ খুবই ইউজার ফ্রেন্ডলী। তাছাড়া পেমেন্ট সিস্টেম খুব সুন্দর এবং সহজ। টার্মস এন্ড কন্ডিশন গুগলের থেকে অনেক কম। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটার ব্যানারগুলোর ডিজাইন গুগলের ব্যানার থেকেও খুব এট্রাকটিভ এবং সুন্দর। সাইন আপ প্রোসেসও খুব সহজ। প্রথম সাইনআপেই আপনাকে কোন সাইটের এড্রেস
দিতে হবেনা। ফলে রিভিউর জন্য সপ্তাহের পর সপ্তাহ বসে থাকতে হয়না। মুহুর্তেই এড সেটাপ করা যায়।
বিস্তারিত জানতে ভিসিট করুন: www.adbrite.comদিতে হবেনা। ফলে রিভিউর জন্য সপ্তাহের পর সপ্তাহ বসে থাকতে হয়না। মুহুর্তেই এড সেটাপ করা যায়।
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)


