Tech News
ইন্টারনেটে আয় সম্পর্কিত কিছু তথ্য
আসলে আপনি যদি কোনো বিষয়ে না জানেন তাহলে সে বিষয়টি আপনার কাছে কঠিন বলে বিবেচিত হবে। তাই সবার আগে জানতে হবে। তারপর আপনি ইন্টারনেটে আয় করতে পারবেন। কথায় আছে অল্প শিক্ষিত ভয়ংকর। যখন আপনি এ বিষয়ে জানবেন তখন আপনার কাছে সহজ হবে। তার আগে নয়। আমি কিছু সাধারণ প্রশ্ন সম্পর্কিত তথ্য দিচ্ছি এখানে:
প্রশ্ন- ১ : আপনি ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে থাকবেন: ১ দিনে আয় করুন ১ হাজার ডলার বা তার বেশি..।
উত্তর : আপনি যদি আজ আপনার প্রজেক্ট শুরু করেন তাহলে আজ বা কাল বা এক মাসের মধ্যে ১ হাজার ডলার আয় করা সম্ভব নয়। তবে হ্যা, দিনে দিনে বাড়বে। যারা ১ দিনে ১ হাজার ডলার আয় করেন তাদের ব্লগের বয়স কমপক্ষে ১ বছর এবং সাইটের সংখ্যা প্রায় ১ হাজার। তবেই সম্ভব এতো টাকা আয় করা। তাছাড়া ব্লগ যদি বিক্রয় প্রতিনিধি হয় তাহলে অল্প সময়ে সম্ভব। তবে যত পরিশ্রম করবেন ততো আয় হবে।
প্রশ্ন-২ : টাকা কি পাওয়া যায়?
উত্তর : হ্যা, টাকা পাওয়া যায়। যদি আপনার উৎস Google হয় তাহলে ১০০ ডলার ব্যলেন্স হলে আপনার ঠিকানায় চেক চলে আসবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
প্রশ্ন- ৩ : এটা কি সহজ?
উত্তর : খুব সহজ নয়। সব কিছু জানার পর খুব সহজ হবে।
প্রশ্ন - ৪ : যারা করেছে তারা আয় করতে পারেনি কেন?
উত্তর : কারণ তারা সঠিকভাবে করেনি।
প্রশ্ন-৫ : প্রথম দিন থেকে আয় করা সম্ভব?
উত্তর : না। প্রথম দিনে আপনি আয় করতে পারবেন না। কমপক্ষে ১০ দিন পর আপনার আয় শুরু হবে। যদি আয় ১০ দিনের পূর্বে শুরু হয় তবে তার পরিমান খুব কম। ১ মাস পর আপনি ভালো আয় করতে পারবেন। তবে এটা আপনার উপর নির্ভর। যেমন কাজ করবেন তেমন তার ফল পাবেন।
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)