Tech News
অনলাইনে টাকা আয়ের কয়েকটি সহজ উপায়।
সৌভাগ্য ক্রমে মানিবুকার্স এবং এলার্টপে এ দুটি সাইটই বাংলাদেশী ব্যবহারকারীরা বৈধভাবে ব্যবহার করতে পারে। অপরপক্ষে পেপাল বাংলাদেশী ব্যবহারকারীদেরকে বৈধ হিসাবে গন্য করে না। দুর্ভাগ্য ক্রমে অনেক সাইটের অর্থ উত্তোলনের একমাত্র উপায় হচ্ছে পেপাল। কিন্তু আমাদের দেশকে পেপাল সাপোর্ট না করলে কি আমরা কাজ বন্ধ করে বসে থাকব। নিশ্চই তা নয়। তখন আপনি বিকল্পভাবে পেপাল একাউন্ট করবেন এবং অর্থ উত্তোলন করবেন। যেহেতু পন্থাটি অবৈধ তাই আমি এখানে বিশদ ভাবে আলোচনা করছি না। আপনাদের যদি কারো একান্তই পেপালে টাকা ট্রানজেকশন করতে হয় তাহলে আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি ব্যাক্তিগত ভাবে আপনার টাকা উত্তোলনের ব্যবস্থা করার সর্বাত্তোক সহযোগিতা করব। তবে সেক্ষেত্রে আপনাকে যথাউপযুক্তভাবে প্রমান করতে হবে যে, আপনার আসলেই পেপালে টাকা ট্রানজেকশন করা দরকার। আর তাহলেই আমাকে এ বিষয়ে ইমেইল করতে পারেন। কিন্তু কারো জন্য ভেরিফাইড পেপাল একাউন্ট তৈরি করার জন্য অস্বাভাবিক অনুরোধ করবেননা।
যাই হোক গত দুই পর্বের মধ্যে যেহেতু অর্থ উত্তোলনের উপায় দেখেছি, সরাসরি অর্থের সন্ধান পাওয়া যায়নি তাতে অনেকেই একটু ঝিমিয়ে পড়েছেন। আর যারা নতুন তারা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ খুঁজে খুঁজে না বুঝে উল্টা পাল্টা বিড করে স্বল্প আয় কিংবা কোন আয় না করে আমাকে বার বার ইমেইল করছেন তাদের জন্য আজকে একটি নতুন ফ্রিল্যান্সিং সাইট দেখাব।
কি অবাক হয়েছেন? আমি আগের কোন এক সংখ্যায় লিখেছিলাম ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আর আলোচনা করব না। তাহলে এখন আবার ফ্রিল্যান্সিং? আসলে আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব তা একেবারে ফ্রিল্যান্সিং সাইটের মতো নয় আবার ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতেও ফেলা যায়। তাই আপনাদের সাথে সাইটটি নিয়ে আলোচনা করছি।
মাইক্রোওয়ার্কাস: সাইটটির নাম শুনে কিছুটা আন্দাজ করা যায় যে কিরকম ভলিয়মের কাজ এখানে হয়ে থাকে। আপনি ঠিক বুঝেছেন। অনলাইনের ক্ষুদ্র ক্ষুদ্রতম কাজগুলি এখানে পাওয়া যায়। মূলত ফ্রিল্যান্সিং সাইটগুলো তৈরী হয়েছে অল্প খরচে অল্প সময়ে দ্রুত কাজ করার জন্য এবং তা নিজে না করে দক্ষ কাউকে দিয়ে করানোর জন্য। তবে এই সাইটিটের কাজগুলি যারা দিয়ে থাকেন তারা আমার আমার মত ব্যস্ত। কাজ গুলো যেকেউ করতে পারে এর জন্য কোন দক্ষ লোকের প্রয়োজন হয়না। আর সবচেয়ে বড় পার্থক্য যেটি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত এখানে কোন বিড করতে হয় না এবং যখন রেজেস্ট্রেশন করবেন তখন থেকেই কাজ শুরু করতে পারবেন। আপনার জন্য কাজ সবসময়ই প্রস্তুত থাকে। আর দিন দিন সাইটি যত জনপ্রিয় হচ্ছে আপনার কাজের পরিমানও তত বাড়ছে। কাজ করা বা না করা আপনার উপর নির্ভর করে কিন্তু বড় বড় সাইটে বায়ারের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় এবং বিড করার সাথে সাথেই কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না।
যেহেতু কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তাই এর পারিশ্রমিকও ক্ষুদ্র অর্থাৎ অল্প। এই সাইটের কাজের রেট $০.১০ থেকে $৩.০০ পর্যন্ত যদিও এর কোন লিমিট সাইট কতৃপক্ষ ধরে দেয়নি তবে কাজগুলো ধরনই এমন যে রেট বেশী হয় না। বেশীরভাগ কাজই $২ ডলারের নিচে পাবেন। তাই এই সাইট থেকে আপনি অনেক আয় করতে পারবেননা। তবে যেহেতু আমরা ফ্রিল্যান্সার তাই আয়ের কোন অংশই আমরা ছাড়তে রাজি না যদি বুঝতে পারি সাইটটি থেকে অর্থ পাওয়া যাবে। এই সাইটটি খুব একটা পুরাতন নয় তবুও আমাদের দেশ থেকে অনেকেই এই সাইট থেকে আয় করেন। তবে একেবারে খারাপ না। আপনি যদি বুঝে রেগুলার এখানে কাজ করে থাকেন তাহলেও মাসে এই সাইট থেকেই $৫০ থেকে $২০০ আয় করতে পারবেন। আর যারা অনলাইন আয়ে একেবারে নতুন তারাও অন্তত তার মাসের ইন্টারনেট বিলটা সাথে মোবাইল বিলটাও এই সাইট থেকে আয় করতে পারেন। যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে তাদের মোবাইল বিলের ব্যাপারে আমি সিউরিটি দিতে পারছিনা।
তবে যারা অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটথেকে আর্ন করছেন কিংবা ৩/৪টা কাজ করেছেন কিন্তু এখানো কাজ পাচ্ছেননা তারা এই সাইটকে অত গুরুত্ব না দিয়ে ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য সাইটে বেশী সময় দেন। বিশেষ করে ফ্রিল্যান্সার এবং ওডেস্কে। এসব যায়গায় আপনি হয়তো একটি কাজেই আয় করতে পারবেন $৩০০ থেকে $৫০০। এর পর হাতে সময় থাকলে এই সাইটে কাজ করতে পারেন। তবে নতুনদের জন্য তো বটেই পুরোনোদের জন্যও এই সাইটে অনেক শিখার বিষয় আছে। এখানে কাজের মাধ্যমে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যা অনলাইন আয়ের ক্ষেত্রে আপনার নিজেরও অনেক কাজে লাগবে। অনলাইন আয়ের মার্কেটিংয়ের সকল ক্ষেত্রেই এই সাইটে কাজ পাওয়া যায়। এতে আপনি নিজেই কাজটি শিখলেন আর প্রতিদিন অনলাইন মার্কেটিয়েংর নতুন নতুন পদ্ধতি জানতে পারলেন। হাতে কলমে যে সকল কাজ করা হয়, সেসব জায়গায় দেখা যায় প্রথম প্রথম লোকজন বিনা বেতনে চাকুরি করে। তার আসলে প্রথমে টাকার প্রয়োজন নেই কিন্তু কাজটা শিখা প্রয়োজন। আর এই সাইটে কাজ শিখার পাশাপাশি আমরা বাড়তি আয়ও করার সুযোগ পেয়েছি।
তো শুরু করার জন্য আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন http://768b49e4.zxxo.net তারপর এন্টার চাপুন। কিছুক্ষনের মধ্যেই আপনি পৌঁছে যাবেন মাইক্রোওয়ার্কাস সাইটটিতে। সাইটটি কিছুক্ষনের জন্য দেখুন। প্রথমেই আপনার চোখে পড়বে এর সাদামাটাভাব। সাইটটির প্রথম পেজে যা তথ্য আছে তাতে সাইটটিতে কি হয় তা এক নজরে বুঝা যায়। সাইটটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।undefined
১) Employers যার শেস্নাগান হচ্ছে post a micro job:
নাম শুনেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটার কাজ কি? হাঁ আপনি নিজেই এখানে অনলাইন মার্কেটিংয়ের যে কোন কাজ দিতে পারবেন যা এই সাইটের ওয়ার্কাসরা সম্পন্ন করবে।
২) Workers যার যার শেস্নাগান হচ্ছে get paid to do micro jobs: অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে টাকা আয় করুন। আমাদের মূল লক্ষ হচ্ছে এটি।
চলুন যটপট সাইটটির সদস্য হয়ে যাই। সাইটটিতে রেজেস্ট্রেশন করা একদম সহজ। যারা ফেসবুকে একাউন্ট করতে পারেন তারা নিজে নিজেই এখানে একাউন্ট করতে পারবেন। ফেসবুকের কথা যখন আসলই তাখন বলে রাখি সবাই ফেসবুকে আজই একটি একাউন্ট খুলে রাখুন এবং বন্ধু তৈরীতে ঝাঁপিয়ে পড়ুন। বর্তমানে আপনার আসল বন্ধুরা কোথায় আছে তা না খুঁজে ডিজিটাল বন্ধু তৈরী করুন অন্তত ৫,০০০ বন্ধু। আপনার আসল বন্ধুরা কাজে না আসলেও এই ফেসবুকের ডিজিটাল বন্ধুরা অনেক কাজে আসবে।
কি ভাবছেন? এই যুগে ইন্টারনেট চালায় আর ফেসবুক একাউন্ট নেই এমন লোক আছে? তাহলে আমি খামাখা কেন ফেসবুক একাউন্টের কথা বলতেছি। পরিস্কার করে বলি- আপনার যদি ফেসবুক একাউন্ট থেকে থাকে তাহলে সেখানে নিশ্চয়ই আপনার ফ্যামিলি ম্যাম্বার, আপনার সত্যিকারের ফ্রেন্ড, অন্তত মোবাইল যুগের কিছু মোবাইল মার্কা ফ্রেন্ড কিংবা আপনার শুভাকাঙ্খি রয়েছে। তাদের বিরক্ত করতে না চাইলে নতুন আরেকটা একাউন্ট খুলুন। এখানে যাকে পান তাকেই ধরে বন্ধু বানান।
মাইক্রোওয়ার্কাসের ওপেন করা পেজটির উপরের ব্যানারের নিচে মাঝখান থেকে Register for free বাটনটিতে ক্লিক করুন। এখানে রেজেস্ট্রেশন করা একদম ফ্রি, রেজেস্ট্রেশন করলে অপনার একাউন্টে তারা $১ ডলার জমা করে দিবে (আপনার ব্যাংক একাউন্ট নয়, মাইক্রোওয়ার্কাসের একাউন্টে)। undefined
পরের পেজটিতে আপনার একাউন্ট তথ্য দেন। প্রথম ঘরে আপনার পুরো নাম দিন। ই-মেইল-এর ঘরে আপনার ইমেইল এড্রেস দিন। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
undefined
পরের পেজটি একটি কনফার্মেশন পেজ এখানে লেখা আছে যে আপনার ইমেইল একাউন্টে একটি ভেরিফিকেশন ইউআরএল পাঠানো হয়েছে ইমেইল যাচাইয়ের জন্য। আপনি যদি ইমেইলটি না পেয়ে থাকেন তাহলে স্পাম অথবা বাল্ক ফল্ডারে খুজ্বেঁ দেখুন।
undefined
ইমেইলটি ওপেন করুন। দেখুন ক্লিক হেয়ার এর নিচে একটি লিংক দেওয়া আছে। লিংকটিতে ক্লিক করুন। ব্যাস আপনার একাউন্ট হয়ে গেছে। দেখুন সাইটের উপরের ব্যানারের নিচের দিকে কিছু তথ্য আছে। বামদিকে পর্যায়ক্রমে আপনার নাম, ইমেইল এড্ড্রেস এবং আপনার আয়ের ব্যালেন্স দেখাচ্ছে। ব্যালেন্সের ঘরে তাদের কথা মত ৳১ডলার জমা হয়ে গেছে। দেখুন অনলাইনে আয় কত সহজ, আপনি তাদের সদস্য হয়েছেন বলে তারা আপনাকে অর্থ দিচ্ছে। আর ডানদিকের তথ্যগুলোর অর্থ আপনি কিছুক্ষন পরে বুঝবেন।
[My Account]
এখানে কিছু করার পুর্বে সাইটটির মেনুবার থেকে My Account মেনুটিতে ক্লিক করুন। ওপেন হওয়া পেজটিও দুটি ভাগে ভাগ করা। বাম পাশে কন্টাক্ট ডিটেইলস এবং ডানদিকে ইমেইল এড্ড্রেস এবং পাসওয়ার্ড আছে। বামদিকে একটু উপরে দেখুন আপনার ফ্রি পাওয়া $১ দেখাচ্ছে এবং তার নিচে লাল রংয়ে লেখা আছে Address not yet submitted এবং কন্টাক্ট ডিটেইলস ঘরে শুধু আপনার নাম এবং দেশের নাম আছে। বাকি তথ্য দেওযার জন্য লাল রংয়ের লেখার পাশে Edit Address লেখা লিংকে ক্লিক করুন। পরের পেজটি এড্ড্রেস এডিট করার পেজ। এখানে আপনার পুরো ঠিকানা দিন যে ঠিকানায় আপনি চিঠি গ্রহন করতে পারেন। কারন এখান থেকে আয়ের টাকা প্রথম তোলার সময় তারা আপনার ঠিকানায় পিন নাম্বার সহ একটি চিঠি পাঠাবে।
আপনার একাউন্ট রেডি হয়ে গেছে। এবার কাজের সময়। তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই-
Available jobs: আমি আগেই বলেছি সাইটটির আউটলুকিং সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। অনলাইন আর্নিংয়ে একদম নতুন যারা তারাও এখানে কাজ করতে পারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য Available jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।undefined
এই পেজটির প্রথম দিকে বর্তমানে কতটি কাজ আছে তা দেখাচ্ছে। ডান কলামের ছবিটিতে দেখুন ৫৮টি কাজ রানিং আছে বলা আছে। তার নিছে একটা সাবধান বানী আছে যে, আপনি শুধু সেই কাজগুলোই একসেপ্ট করবেন যে কাজ গুলি করা আপনার পক্ষে সম্ভব। এসাইটে আপনার কাজের দুইটি ফলাফল পাওয়া যায়। হয় কাজটিতে আপনি সফল হবেন অথবা আপনার কাজটি ভুল হবে। কাজটি সঠিক ভাবে সম্পন্ন হলে বায়ার আপনাকে সেটিসফাইড মার্ক দিবে আর আপনার একাউন্টে কাজের পারিশ্রমিক যোগ হবে। আপনার কাজটি সঠিক না হলে বায়ার আনসেটিসফাইড মার্ক দিবে। আনসেটিসফাই মার্ক কে আমি বলি লাল কার্ড। আর এরকম তিনটি মার্ক পেলে অর্থাৎ তিনটি লাল কার্ড পেলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে। এবং আপনার উপার্জিত টাকা আর পাবেন না। তাই আপনি বুঝে শুনে কাজ করবেন। শুধু মাত্র যেসকল কাজ আপনি পারবেন সে গুলিই ধরবেন। আর এই সাইটথেকে আর্নিয়ের যে ধারনাটি দিলাম তার লক্ষ মাত্রায় পৌঁছার জন্য আপনাকে সব কাজ করার প্রয়োজন হবে না। আজকে আমার লিস্টে আছে ৫৮টি কাজ। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৯০+ কাজ থাকে এখানে। কাজের রেট গুলি $০.১০ থেকে শুরু করে $২+ থাকে। আপনি যদি গড়ে দিনে ৩০টা কাজ করেন তাহলে গড়ে সম্ভবত এর রেট পড়বে $০.২৫+ তাহলে আপনি গড়ে দিনে $৭.৫+ করে মাসে $২২৫ ইনকাম করতে পারেন। সত্যি কথা বলতে কি আমি যখন চাকরি করতাম তখন এরচেয়ে কম বেতন পেতাম। তাই বলে অতিউৎসাহিত হয়ে এখনি চাকরি ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। অনলাইন আর্নিয়ের একটা বড় সমস্যা হচ্ছে লোকজন কাজের কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে আয়ের ব্যাপারে আগে ক্লিয়ার হয়। তাই ধুম করে চাকরি ছেড়ে দিয়ে বিপদে পড়ে যায়। আর অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে একটি শব্দ প্রায় দেখবেন করপশ Kick your Boss। এটা বিজ্ঞাপনের একটি ভাষা। এটা দেখে আপনি যদি আপনার বসকে কিক করে বসেন তাহলে কি অবস্থা হবে? তাই ভদ্র ভাবে আমরা বলে থাকি বসকে সালাম দেওয়া। আর যদি আপনি ভালবাবে বুঝে শুনে কাজ করতে পারেন। তাহলে শীগ্রই আপনার বস আপনার কাছ থেকে এরকম একটা সালাম পাবেন।
সাবধানতা বানীটির নিচে তিনটি বাটন আছে। প্রথমটি হচ্ছে most paying এই বাটনটিতে ক্লিক করলে যে কাজগুলির পারিশ্রমিক বেশী সেই অনুযায়ী লিস্টটি সিরিয়াল করা হয়। পরের বাটনটি latest এই বাটনে ক্লিক করলে নতুন আসা কাজ গুলি লিস্টের উপরের দিকে থাকবে। পরের বাটনটি হচ্ছে rating এই বাটনে ক্লিক করলে যে কাজগুলির রেটিং বেশী সেই কাজগুলি লিস্টের উপরের দিকে অবস্থান করবে। ডিফল্ট অবস্থায় most paying সিলেক্ট করা থাকে। আজ এ পর্যন্তই বাকিট আগামী সংখ্যায় তাবে আপনি নিজে নিজে কাজ শুরু করে দিতে পারেন।
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)