Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

Tech News

অনলাইনে আয় করুন বেকারত্ব দুর করুন






শুধুমাত্র কিছু এ্যাডে ক্লিক করেও মাসে ২০০ থেকে ৫০০ বা তার বেশী পরিমাণ ডলার আয় করা সম্ভব । এটা নিয়ে আমি প্রায় দীর্ঘ তিনমাস পরিশ্রম করে সে সকল সাইট সত্যিকার অর্থে ডলার প্রদান করে তাদের নিয়ে একটি তালিকা তৈরি করেছি । আশা করি শুধুমাত্র এই তলিকাতে যে সকল সাইটের ঠিকানা দেওয়া আছে তা থেকে ডলার আয় করা সম্ভব হবে । আমি নিজেও কাজ করছি । ইতি মধ্যে বেশ কিছু সাইট থেকে আমি ডলার পেয়েছি । আমাদের মত গরীব দেশে শুধু মাত্র একটি কম্পিউটারের সামনে বসে কিছু এ্যাডে ক্লিক করে মাসে ২০০ থেকে ৫০০ ডলার আয় করা কম কিসের ? একটু ধৈর্য্যসহকারে কাজ করে গেলে সেটা সম্ভব । আমার এই সামান্য প্রয়াস দেশের অসংখ্য বেকারদের অনেকটাই বেকারত্ব দূর করতে সহায়ক হবে বলে আশা করি ।

এই কাজটি করার জন্যে প্রথমে-

(১)
Alert Pay এ একটি একাউন্ট খুলে নিন ।
(২) Alert Pay একটি ইন্টারন্যাশলাল অনলাইন ব্যাংকি প্রতিষ্ঠান । আপনি প্রত্যেকটি সাইট থেকে যা আয় করবেন তা প্রথতে ঐ সাইট গুলি আপনার Alert Pay . একাউন্টে পে করবে । তার পর আপনি Alert Pay থেকে মানি ওয়ার্ডার চেক বা ব্যাংক ওয়্যারের মাধ্যমে আমাদের দেশে টাকা আনতে পারবেন । Alert Pay এর চেক বাংলাদেশের সিটি ব্যাংক সহ সকল ব্যাংকই গ্রহণ করে ।
(৩) Alert Payতে দুই ধরনের একাউন্ট আছে। তার মধ্যে personal pro ভালো। একাউন্ট খোলার জন্য এখানে Alert Pay একাউন্ট এ লগ ইন করার পর Become Verified এ ক্লিক করার মাধ্যমে Scanning কপি আপলোড আরে দিতে হবে। ১০ দিনের মধ্যে একাউন্ট Active হয়ে যাবে। তবে কিছু কথা তা হলো Address এর Proof এ অবশ্যই আপনার নাম ও ঠিকানা উল্লেখ খাকতে হবে। তবে কোন ধরনের চালাকি করলে একাউন্ট Active নাও হতে পারে।
ক্লিক করুন Sign UP Now তে ক্লিক করার পর personal pro এর বাটন এ ক্লিক করার পর Next. ফরম পুরন করুন আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় চেক আসবে। Transaction pin অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে একাউন্ট খোলা হবে কিন্তু তা Active হবেনা। Active করতে আপনার National Id/Any Id এবং বাসার Address এর Proof এর জন্য current bill/Utility bill/Bank statement এর যে কোনো একটি করে Scan করা কপি লাগবে। এই কপি আপনার

0 Comments:

Post a Comment



Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver