Tech News
ছবি হোস্টিং সাথে অনলাইনে আয়
ছবি তোলা আপনার নেশা। আপনি সেই ছবি গুলো বন্ধুদের সাথে শেয়ার করে আনন্দ পান। পোষ্ট করেন ফেইসবুকে অথবা কোন ব্লগসাইটে। তারপর আপনি হয়তো কিছু পান। তা শুধুই কমেন্ট। কিন্তু সাথে যদি কিছু টাকা পাওয়া যায় তাও আবার ডলারে তাহলে মনে হয় খুব একটা খারাপ হবে না। আর তার জন্য আপনার প্রয়োজন ছবি গুলোকে হোষ্টিং করে শেয়ার করা।
ওয়েব ঘাটলে হাজার খানেক হোষ্টীং সাইট পেয়ে যাবেন। তারমধ্যে ছবি হোষ্টিং এর জন্য হাতে গোণা কিছু সাইট আছে। আর সেগুলোর মধ্যে শেয়ারপিক, ইমেজ পর্টার ইত্যাদি উল্ল্যেখযোগ্য। ইমেজ পর্টার অন্য সবার থেকে একটু বেশিই পে করে। এটি আপনার একটি ছবির প্রতি ১০০০ ভিসিটের জন্যে ১.৩৫ ডলার পর্যন্ত পে করে থাকে। আবার আপনি কাউকে রেফার করলে তার আয়ের ১০% আপনার একাউন্টে জমা হবে। আপনার একাউন্টে ৫ ডলার জমা হলেই তুলে ফেলতে পারবেন মানিবুকার অথবা এলার্টপের মাধ্যমে।
তাহলে এখনি শুরু হয়ে যাক ইমেজ পর্টারে রেজিষ্টার। আর ছবি আপলোড করে বন্ধুদের সাথে শেয়ার করে আপনিও আয় করুন অনলাইনে। সাইটের লিঙ্ক ।
Labels: অনলাইনে আয়
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)