Tech News
সঠিক কি-ওয়ার্ড নির্বাচনঃ অনলাইনে আয়ের সর্বপ্রথম পদক্ষেপ
এ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি বিজ্ঞাপন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে গুগল আপনার সাইটের বিষয়ের উপর বিজ্ঞাপন প্রদর্শণ করবে। সাইটের ভিজিটররা এইসব বিজ্ঞাপনে ক্লিক করলে গুগল আপনাকে সেই বিজ্ঞাপনটির মূল্য অনুযায়ী পয়সা দেবে। মূল্যটি নির্ধারিত হয় গুগলের একজন বিজ্ঞাপনদাতা সেই বিজ্ঞাপনটির জন্য কি পরিমান টাকা খরচ করতে ইচ্ছুক তার উপর। একটি ক্লিকের জন্য আপনি এক সেন্ট থেকে শুরু করে ৫০ ডলারও পেতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন, যত বেশি ভিজিটির - তত বেশি ক্লিক - এবং তত বেশি রোজগার! এ্যাডসেন্সের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ ডলার আয় করে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে অসংখ্য। এমনকি বাংলাদেশেও অনেকেই আছেন যারা এর মাধ্যমে প্রতি মাসে ঘরে বসে ১০০-৩০০ ডলার রোজগার করছেন।
আপনি যদি এ্যাডসেন্সের মাধ্যমে অনলাইনে আয় করতে চান, তাহলে সবার আগে সিগ্ধান্ত নিতে হবে কোন বিষয়ের উপরে আপনার সাইট তৈরী করবেন। এজন্য আপনাকে একটি কি-ওয়ার্ড নির্বাচন করতে হবে। গুগলের বিজ্ঞাপনদাতারা এই কি-ওয়ার্ডের উপর নির্ভর করেই তাদের বিজ্ঞাপন দেয়। যখন সার্চ-ইঞ্জিনে কেউ এই কি-ওয়ার্ডগুলো লিখে সার্চ করে, গুগল এর সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞাপনগুলো সার্চইঞ্জিনে প্রদর্শিত ওয়েবসাইটের লিঙ্কগুলোর ডানদিকে প্রদর্শণ করে। যে বিজ্ঞাপনদাতা সবচেয়ে বেশি পয়সা দেয় তার বিজ্ঞাপনটি সবার আগে প্রদর্শিত হয়। একেকটি কি-ওয়ার্ডের উপর নির্ভর করে প্রদর্শিত বিজ্ঞাপনের মূল্য একেক রকম হয়।
তাই সাইট তৈরীর আগে আপনাকে জানতে হবে আপনি যেই কিওয়ার্ডটির উপর নির্ভর করে সাইট তৈরী করছেন, সেটির যথেষ্ট পরিমান বিজ্ঞাপন-মূল্য আছে কি না। আপনি হয়ত প্রচণ্ড পরিশ্রম করে একটি বিষয়ের উপর সাইট তৈরী করলেন, সেটাকে মাসের পর মাস পরিশ্রম করে অপটিমাইজ করে সার্চ-রেজাল্টের উপরের দিকে নিয়ে আসলেন যার ফলে প্রচুর ভিজিটর আপনার সাইটে আসতে থাকলো এবং আপনার সাইটে প্রদর্শিত গুগলের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলো। কিন্তু দেখা যাবে সেই বিজ্ঞাপনগুলোর তেমন একটা দাম না থাকায় সেগুলোতে ক্লিক করা থেকে আপনার রোজগার হবে নগন্য। অথচ প্রথমেই যদি ভালো দামের একটা কি-ওয়ার্ডের উপর নির্ভর করে সাইটটি তৈরী করতেন, তাহলে আপনার রোজগার হতো হাজার হাজার ডলার। তাই পরে পস্তাতে না চাইলে শুরু করার আগেই ভেবে দেখতে হবে কোন বিষয়ের উপর শুরু করবেন।
আবার হয়ত দেখা গেলো আপনি এমন একটি বিষয় নির্বাচন করেছেন যার উপর বিজ্ঞাপনদাতারা প্রচুর খরচ করতে রাজি আছে, অর্থাৎ কি-ওয়ার্ডটির বাজার-মূল্য যথেষ্ট ভালো, কিন্তু সেই বিষয়ে প্রচুর পরিমান লোকের আগ্রহ নেই। তাহলেও লাভ হবে না কোন। সাইটে যদি ভিজিটরই না আসে তাহলে ক্লিক করবে কে? তাই কিওয়ার্ড হতে হবে এমন, যার বিজ্ঞাপন মূল্য ভালো এবং এর উপর প্রচুর মানুষের আগ্রহ আছে।
একেকটি কিওয়ার্ডের জন্য প্রদর্শিত বিজ্ঞাপনের বিজ্ঞাপন-মূল্য কত এবং প্রতি মাসে আনুমানিক কি পরিমান মানুষ সার্চইঞ্জিনে সেই বিষয়টার উপর তথ্য খোঁজে, সেটা জানার জন্য গুগলের একটা ফ্রি কি-ওয়ার্ড টুলস আছে। যে যে বিষয়ের উপর আপনার আগ্রহ আছে এবং যার উপর নির্ভর করে আপনি আপনার সাইট বা ব্লগ তৈরী করতে পারেন, সে সে বিষয়ের নাম এখানে লিখলে সেই বিষয় এবং এর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়ের কি-ওয়ার্ডগুলোর বিজ্ঞাপন-মূল্য, মাসিক ভিজিটর সংখ্যা সহ আরো অনেক তথ্য এখান থেকে পাবেন।
তাই যদি সিগ্ধান্ত নেন এ্যাড-সেন্সের মাধ্যমে ঘরে বসে অনলাইনে রোজগার করার, তাহলে আগে এই টুলসটির সাহায্য নিয়ে উপরের বর্নিত বিষয়গুলো মাথায় রেখে যথেষ্ট সময় ব্যয় করুন আপনার জন্য সঠিক কিওয়ার্ডটি ঠিক করার জন্য। শক্ত ভিত্তির উপর নির্ভর করে শুরু করুন আপনার যাত্রা। ইনশাআল্লাহ্ সফলতা আসবেই।
Labels: SEO, অনলাইনে আয়
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)