Tech News
আরটিকেল সাবমিশন সাইটে গুগোল এ্যাডসেন্স থেকে অনলাইনে আয়
আরটিকেল সাবমিশন হল বাংলাদেশি নেটিজেনদের কাছে অনলাইনে আয়ের একটি দারুন পদ্ধতি, যেখানে আরটিকেল সাবমিট করে ইউজাররা গুগল এডসেন্সের রিভিনিউ থেকে ১০%-৯০% বা বিভিন্ন রেঞ্জের
শেয়ার ইনকাম পায়। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন প্লাটফর্মের ব্লগ বা আরটিকেল সাইট থাকলেও তারা কেউই তাদের ওয়েবসাইট হতে উপার্জিত অর্থের শেয়ার তাদের ইউজারদেরকে দেয়না।
এই চিন্তা মাথায় রেখেই হাকডাক.কম (হাকডাক হল একটি সোসাল নেটওয়ারকিং সাইট) নিয়ে এল আরটিকেল সাইট আরটিকেল হাকডাক। http://www.Article.HakDak.com এই এড্রেসে সাইটটি ভিজিট করা যাবে।
সাইটটির বৈশিষ্ট অসাধারণ। নতুন রেজিষ্ট্রেশনের জন্য আপনাকে ইমেইল ভেরিফিকেশন করতে হবেনা। রেজিস্টার করুন আর সাবমিট করুন। ব্যাস...। কাজ শেষ। আরটিকেল হাকডাক আপনাকে কোন টাকা দেবে না। বরং আপনার আরটিকেলের জন্য এড স্পেস দেবে যেখানে আপনার এডসেন্স কোড দেখাবে। আপনার আর্থিক লেনদেন হবে সরাসরি গুগল-এর সাথে। সুতরাং আপনি আপনার অর্থের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।
আপনার কাজ হল ভাল ভাল লেখা পোস্ট করা। আর সেই লেখাটির লিঙ্ক বিভিন্ন ব্লগ, ফোরাম বা অন্য যে কোনও জায়গায় প্রমোট করা।
এডাল্ট পোস্ট বাদে যে কোনও রকমের, যে কোনও টপিকের পোস্ট আপনি লিখতে পারেন, কোনও অসুবিধা নেই।
রেজিস্ট্রেশন পেজে আপনি AdSense ID নামের একটি ফিল্ড পাবেন। ওখানে আপনার এডসেন্স পাবলিশার আই ডি লিখে দেবেন। এটি পরেও লিখতে পারবেন ইউজার একাউন্ট পেজ-এ।
এবার আপনি যতগুলো পোস্ট করবেন, সব পোস্টের তিন পাশেই (বাম, ডান ও নিচে) শুধু আপনার এডসেন্স এডই দেখাবে। সুতরাং, আপনার নিজের পোস্ট হতে আয়ের সকল টাকাই এবার শুধু আপনিই পাবেন। যত দিন, যত কাল ওই পোস্ট গুলো সাইটটিতে থাকবে, ওই আরটিকেলগুলোর রিডার সংখ্যা ও এড ক্লিক অনুযায়ী প্রতিনিয়তই আপনার ইনকাম হতে থাকবে। আর তাই যত আরটিকেল সাবমিট করবেন ততই বাড়বে আপনার আয়ের পরিধি।
একই ভাবে, আরটিকেল হাকডাক এর ফোরামে আপনি যতগুলো নতুন টপিক চালু করবেন তার সবগুলোতেই শুধু আপনার এডসেন্স এড দেখাবে। আরটিকেল না লিখতে চাইলে সমস্যা নেই। ফোরাম টপিক পোস্ট করেই চালিয়ে যান। ফোরাম পোস্টিংও দারুণ একটি সার্ভিস।
আপনার যদি এডসেন্স একাউন্ট না থাকে, তাহলে ফ্রীতে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন http://www.AdSense.Com এ।
Labels: অনলাইনে আয়, গুগোল এ্যাডসেন্স
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)